পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে নাটোরের গুরুদাসপুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার বাণিজ্যিক কেন্দ্র চাঁচকৈড় হাটে এ অভিযান পরিচালনা করেন ইউএনও ফাহমিদা আফরোজ।
অভিযান চলাকালে তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন এবং ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান। ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, ‘রমজান পূর্ববর্তী সময়ে ভেজালবিরোধী ও মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান আরও জোরদার করা হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এ উদ্যোগে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এ সময় বাজার তদারকিতে স্থানীয় প্রশাসনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
টিএইচ