বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
The Daily Post

গুরুদাসপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

গুরুদাসপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউএনও ফাহমিদা আফরোজ।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১৫টি স্টল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ক্লাবগুলোর পক্ষ থেকে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজনের আহ্বান জানানো হয়। 

১৪ ও ১৫ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলার স্টলগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ ও সমবায় অফিসার রবিউল রানা প্রমুখ।

টিএইচ