রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন আটক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন আটক

পাবনার ভাঙ্গুড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় শাজাহান আলী (৪০) নামে একজনকে শনিবার (১৫ এপ্রিল) আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। গত মঙ্গলবার ওই গৃহবধূ বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। 

আটক শাজাহান উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের বড়বিশাকোল গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য নবির উদ্দিনের ছেলে। 

পুলিশ ও  অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের ওই গৃহবধূকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল শাজাহান। গত শনিবার গৃহবধূর স্বামী দিনমুজুর কাজের উদ্দেশ্য পাবনার ফরিদপুরের ডেমরা এলাকায় যান। 

গত মঙ্গলবার রাতে তারাবীর নামাজ শেষে ক্লান্ত শরীরে ঘরের দরজা না দিয়ে গৃহবধূ তার ছোট মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সুযোগ বুঝে রাতে গৃহবধূর ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এসে শাজাহানকে ঘরে আটকানোর চেষ্টা করলে সে পালিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, অভিযুক্ত শাজাহান আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে  শনিবার (১৫ এপ্রিল) তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ