সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

গোদাগাড়ীতে কোরবানিতে বিক্রির জন্য প্রস্তত হামজা 

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি 

গোদাগাড়ীতে কোরবানিতে বিক্রির জন্য প্রস্তত হামজা 

রাজশাহীর গোদাগাড়ীতে কোরবানির বাজারে আসছে বিশালদেহের দুটি ষাঁড়। খামারি আদর করে ষাঁড় দু’টিকে হামজা -১ ও হামজা-২ তাই নামে ডাকেন। গোদাগাড়ী পৌরসভার সারাংপুর গ্রামে অবস্থিত খামারটি। একটি ছোট পরিসারে  শারোওয়ার জাহান নামের এক খামারি কোরবানির বাজারে বিক্রির জন্য এ ষাঁড় দু’টি প্রস্তুত করেছেন। 

হামজা -১ ও হামজা-২  দেখতে প্রতিদিন দর্শনার্থী ও ক্রেতারা আসছেন তার বাড়িতে। খামারির তথ্য মতে, হামজা -১ ও হামজা-২ ওজন প্রায় ৪০ প্লাস মণ করে হবে। দুইাটর ষাড়ের দাম হাকালেন ১০ লাখ টাকা। এদের প্রতিদিনের খাবারের তালিকায় রয়েছে ঘাস, গমের ভূসি, ভুট্টার গুড়া, খৈল ও নিজস্ব জমিতে ঘাস ইত্যাদি। 

মোটাতাজাকরণের জন্যও কোন ফিড কিংবা মেডিসিন প্রয়োগ করা হয়নি। তবে এ ষাঁড় দুটি সম্পর্ণ দেশি গাভীর পেট থেকে সংগ্রহ করা হয়। শারোওয়ার জাহান বলেন, স্থানীয় বাজার থেকে ও বাড়ির গাভী থেকে ২০১৯ সালের শুরুর দিকে ১ লাখ ১০ হাজার টাকায় একটি ষাঁড় ক্রয় করেন। আদর-যত্ন দিয়ে এ ষাড় দু’টিকে লালন পালন করেন তিনি। এছাড়া তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য খেয়াল রাখেতে হয়। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রিপা রানী দাস বলেন, তার পরিশ্রমকে আমরা সাধুবাদ জানাই। তাকে অনুসরণ করে যারা পশু পালনে আগ্রহী হচ্ছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। 

টিএইচ