গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউপি চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ নিয়ে সদর ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়নের ৯ জন সদস্য (মেম্বার)। চেয়ারম্যানের প্রতি তারা অনাস্থা প্রকাশ করেছেন। ফলে সাতপাড় ইউপির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গত ২৭মে ১নং ইউপি সদস্য কৌশিক কীর্ত্তনীয়াকে সভাপতি করে মেম্বাররা এক জরুরি সভা করেন। ওই সভায় চেয়ারম্যানের বিরুদ্ধে নিয়মিত মাসিক সভা না করা, এক সভা করে কয়েক সভার স্বাক্ষর করে নেয়া, কাবিখা, কাবিটা, টিআর, এডিপি, ইউনিয়ন উন্নয়ন সহায়তা (১%) বাবদ অর্থ, হাটবাজার ইজারার টাকা, পরিষদের সভায় উপস্থাপন না করে নিজের ইচ্ছামত কাজ করে অর্থ আত্মসাৎ করেন। সাতপাড় ইউনিয়নে ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা টাকা ছাড়া চেয়ারম্যানের কাছ থেকে সেবা পাওয়া যায় না।
এ বিষয়ে ইউপি সদস্য বেল্লাল হোসেন বলেন, চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহার, কর্তব্যে অবহেলা, দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা দিন দিন বেড়েই চলছে। ইউনিয়ন পরিষদের আওতাধীন ইউনিয়ন উন্নয়ন সহায়তা (১%) বাবদ অর্থ, টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দকৃত অর্থ কোনো কাজ না করেই একই কায়দায় তিনি আত্মসাৎ করে আসছেন। চেয়ারম্যান কতটা অসৎ তা তদন্ত করলেই বুঝা যাবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত সাতপাড় ইউপি চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপী তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএইচ