বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

বটি দিয়ে জবাই করে বাবাকে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জ শহরের পাশ্ববর্তী চরমানিকদাহ কাজীর বাজার এলাকায়। শনিবার (১৩ মে) সকালে এ হত্যার ঘটনা ঘটেছে। আলিম কাজী পালানোর চেষ্টা করলে পার্শ্ববর্তী গ্রাম মানিকহার থেকে পুলিশ তাকে আটক করে।

 পারিবারের সদস্যরা জানিয়েছে তিন ছেলের মধ্য মেজ আলিম কাজী। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাঝেমধ্যেই মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের মারপিট করত আলিম।

গোপালগঞ্জ সদর থানার এসআই ওবায়েদুর রহমান জানান, হাটে বিক্রি করতে নেয়ার জন্য সকালে আখ পরিষ্কার করছিলেন বাবা ইসমাইল কাজী (৫৫)। আলিম ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে বাবা ইসমাইলের গলায় বটি দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। 

ইসমাইলকে আশংকাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টিএইচ