সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

গোপালগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে হারুন মিনা নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এর ঘটনার পর অভিযুক্ত হারুন মিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতরা হলেন- ওই গ্রামের টুকু মিনার স্ত্রী বিউটি বেগম (৩৮) ও তার মেয়ে লামিয়া (১৬)।

লামিয়া জালালাবাদ ইউনিয়নের খালিয়া ইউনাইটেড একাডেমি থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। 

জানা যায়, বড় ভাই হারুন মিনার সঙ্গে বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ ছিল মেঝ ভাই টুকু মিনার। রোববার সন্ধ্যায় লামিয়া বাড়ির সীমানায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল। ওই সময় বড় চাচা হারুন মিনা লামিয়াকে ওই স্থান থেকে সরে যেতে বলেন।

এ নিয়ে লামিয়ার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চাচা হারুন মিনা উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে লামিয়া ও বিউটি বেগমকে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমাস আল রাজী বলেন, এ ঘটনায় অভিযুক্ত হারুন মিনাকে গ্রেপ্তার করা হয়েছে।

টিএইচ