গোপালগঞ্জে জেলা সদরের প্রধান সড়ক প্রশস্তকরণ কাজে একটি স্কুলের সাইড দেয়াল ভেঙে ফেলার প্রতিবাদে সড়ক অবরোধ করে প্রতিবাদ মিছিল করেছে স্কুলের শিক্ষার্থীরা। তারা ৪ ঘণ্টা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে।
শহরের গেটপাড়া এলাকায় স্থাপিত অ্যাডভেন্টিজ ইন্টারন্যাশনাল মিশনারিজ স্কুলের রাস্তার পাশের দেয়াল জেলা প্রশাসনের সহযোগিতায় সওজ কর্তৃপক্ষ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ভেঙে দেয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সীর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে এই স্কুলের দেয়াল সরিয়ে না নেয়ায় রাস্তা প্রশস্তকরণের কাজ স্থগিত হয়ে ছিল। সরকারি জায়গার ওপর দিয়ে স্কুলের দেয়াল নির্মাণ করায় তা সওজ কর্তৃপক্ষ ভেঙে দেয়।
আইনশৃঙ্খলা ঠিক রাখতে সেখানে সেনাবাহিনীর সদস্য ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের নেতৃত্বে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। জেলা প্রশাসকের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
টিএইচ