সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

গোসাইরহাটে অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ২

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাটে অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ২

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা। এসময় অবৈধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দাসেরজঙ্গল বাজারে অভিযান পরিচালনা করে প্রায় ১০ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক। জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক ও স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কার্যালয় ও গোসাইরহাট থানার এ এস আই মো. হানিফসহ পুলিশ ফোর্স।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির বলেন,অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় চর ধীপুর গ্রামের মো. দেলোয়ার কবিরাজের ছেলে মো. আক্তার হোসেনকে (২৪) ২০ দিন ও উত্তর হাটুরিয়ার মো. আনছার রাড়ীর ছেলে মো. আলিমতাজ রাড়িকে (২৫) ৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ