সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

গোসাইরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢাকা থেকে ভোট দিতে গ্রামের বাড়িতে শিশু মারিয়াকে নিয়ে এসেছিলেন মা বাবা। গ্রামে এসে ভাগ্নী লামিয়ার সঙ্গে খেলাধুলা করতে গিয়েছিল মারিয়া। এরপর সকলের অগোচরে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইখ্যা গ্রামে এঘটনা ঘটেছে। নিহত মারিয়া সাইখ্যা গ্রামের রতন সর্দারের মেয়ে। লামিয়া (৭) একই উপজেলার বালুচর গ্রামের শাহীন মালের মেয়ে। সম্পর্কে তারা দুজন খালা-ভাগ্নী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে গোসাইরহাট উপজেলা নির্বাচন। নির্বাচনে ভোট দিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছেন মারিয়ার মা-বাবা। গত বৃহস্পতিবার মারিয়া তার ভাগ্নী লামিয়ার সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া যায়নি। 

পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে মারিয়ার জুতা দেখতে পায় তার বড় বোন আশা। পরে দেখে পুকুরে মারিয়ার মরদেহ ভেসে রয়েছে। এরপর স্থানীয়দের সহযোগিতায় মারিয়া ও লামিয়াকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ বলেন, নিহত শিশু মারিয়া ও লামিয়ার মরদেহ তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

টিএইচ