সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

গোসাইরহাটে ২৪টি তাজা ককটেল উদ্ধার 

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাটে ২৪টি তাজা ককটেল উদ্ধার 

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের একটি বাড়ির পেছন থেকে ২৪টি তাজা ককটেল উদ্ধার করেছে গোসাইরহাট থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার নাগেরপাড়া ইউনিয়ন থেকে একজন লোক থানায় ফোন করে বলেন তার বাড়ির পাশে ৩টি ব্যাগ দেখা গেছে, তার তথ্যের ভিত্তিতে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ বড় কাচনা গ্রামের সাইয়েদ মাস্টারের ঘরের পেছন থেকে সন্ধ্যায় পরিত্যাক্ত অবস্থায় ৩টি ব্যাগে ২৪ টি তাজা ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।

গোসাইরহাট থানার ওসি মো. আসলাম সিকদার বলেন, ধারণা করা হচ্ছে, বরিশাল ও শরীয়তপুরের সীমানা এলাকায় আধিপত্য বিস্তার করতে বোমাগুলো রাখা হয়েছিল। ককটেলগুলো এখন থানায় পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

টিএইচ