বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গোসাইরহাটে ২৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাটে ২৫ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শরীয়তপুরের গোসাইরহাটে এক লাখ পঁচিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দাসের জঙ্গল বাজারে যৌথ অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড।

উপজেলা প্রশাসন জানায়, দাসেরজঙ্গল বাজারের বেশ কয়েকটি দোকানে অসাধু ব্যবসায়ীরা অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছিলো। এমন গোপন সংবাদ পেয়ে রোববার (৫ জানুয়ারি) সেখানে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড। অভিযানে সেখান থেকে এক লাখ পঁচিশ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়। 

যার আনুমানিক বাজার মূল্য অন্তত ২৫ লাখ টাকা। এ সময় অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পরে জব্দ করা জালগুলো নদীর পাড়ে নিয়ে পুড়িয়ে দেয়া হয়।

এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল বলেন, অবৈধ কারেন্ট জাল জব্দ শেষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত রাখা হবে।

টিএইচ