বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গোসাইরহাট থানায় নবাগত ওসির যোগদান 

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট থানায় নবাগত ওসির যোগদান 

শরীয়তপুরের গোসাইরহাট থানার ওসি হিসেবে যোগ দিয়েছেন পুষ্পেন দেবনাথ। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন। এর আগে তিনি শরীয়তপুর সদর চিকন্দি ফাঁড়ির ইনচার্জ ও শ্রীনগর থানা ইন্সপেক্টর (অপারেশন) হিসাবে কর্মরত ছিলেন। 

তিনি তার দায়িত্ব পালনকালীন সময়ে গোসাইরহাট থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। শুক্রবার (৩ নভেম্বর) গোসাইরহাট থানার নবাগত ওসি গোসাইরহাট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন, গোসাইরহাট থানার ওসি (তদন্ত) ওবায়েদুল হক, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল্লা কাউসার, দৈনিক আজকের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাহেদ আহাম্মেদ বাবু, দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোস্ট পত্রিকার নয়ন দাসসহ অন্য সাংবাদিকরা।

টিএইচ