বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গোসাইরহাট পৌরমেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি 

গোসাইরহাট পৌরমেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

বুধবার (১৬ আগস্ট) সকাল ১২টায় পৌরসভা মাঠ প্রাঙ্গণে পৌর প্রশাসক ইউএনও কাফি বিন কবির নবনির্বাচিত মেয়র মো. আব্দুল আউয়াল সরদারকে দায়িত্ব বুঝিয়ে  দেন। পরে ফুল দিয়ে নবনির্বাচিত মেয়রকে বরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ মো. ফজলুর হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত।

পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম মোল্লার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন গোসাইরহাট থানার ওসি আসলাম সিকদার, উপজেলা যুবলীগ সভাপতি নুরুজ্জামান মৃধাসহ ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, দাশেরজঙ্গল বাজারের ব্যাবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

টিএইচ