বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গোয়াইনঘাটে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাটে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

প্রতিদিনই সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল আটক করছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এরই ধারাবাহিকতায় গত সোমবার সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে প্রায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) । 

মঙ্গলবার (৮ অক্টোবর) একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানান সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি। 

বিজিবি সূত্রে জানা যায়, সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ৭৯৬ পিস, গরু ১৯টি, ৬০৪০ কেজি, পোস্তদানা ১২০ কেজি, জিরা ৩৩৭ কেজি, মদ ১৮৬ বোতল, বিয়ার ১০ বোতল, মাহিন্দ্রা ১টি এবং বাংলাদেশি রসুন ২১৩৩ কেজিসহ অন্য মালামাল জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ১শ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানের মাল আটক করা হয়। আটক চোরাচালানি মালামাল স্থানীয় কাস্টমসে জমার প্রক্রিয়া চলছে।

টিএইচ