বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

গোয়ালন্দে সর্বহারা পাটির সদস্যকে পিটিয়ে হত্যা 

গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দে সর্বহারা পাটির সদস্যকে পিটিয়ে হত্যা 

রাজবাড়ীর গোয়ালন্দে গত শনিবার সর্বহারা পাটির সদস্য মো. সহিদকে পিটিয়ে হত্যা করেছে, তার সহপাঠি সদস্যরা। পাবনা জেলার ঢালার চরে তার বাড়ি। তবে তার পিতার নাম জানা সম্ভব হয়নি। তাদের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ঘটনা সূত্রে জানা গেছে, অবৈধ আয়ের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তার অন্য সদস্যরা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রিয়াজদ্দিন পাড়ার পাশে একটি মেহগনি বাগানে তাকে ডেকে আনে। 

এক পর্যায়ে অজ্ঞাত ওই বন্ধুরা বাঁশের লাঠি দিয়ে বেদম পিটিয়ে তাকে আহত করে। গুরুতর আহত অবস্থায় ওই সহপাঠিরা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রেখে পালিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসকরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, ঘটনার খবর পেয়ে সর্বহারা দলের ওই সদস্য মারপিটের ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

টিএইচ