সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

গৌরনদীতে প্রতিষ্ঠান প্রধানদের অবহিতকরণ সভা 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 

গৌরনদীতে প্রতিষ্ঠান প্রধানদের অবহিতকরণ সভা 

বাংলাদেশ স্কাউটস গৌরনদী উপজেলা স্কাউট ফি অনলাইন ব্যাংকিং রকেটে পরিশোধ বিষয়ক প্রতিষ্ঠান প্রধানদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ স্কাউটস বরিশাল জেলার সহায়তায় গৌরনদী উপজেলা শাখার আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. আব্দুল জলিলের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী ইউএনও ও উপজেলা স্কাউটস সভাপতি মো. আবু আব্দুল্লাহ খান।

সম্মানিত অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ  অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ পরিচালক ও বরিশাল জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। 

আর বক্তব্য দেন বরিশাল বিএম স্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস বরিশাল জেলা শাখার কোষাধ্যক্ষ ও লিডার ট্রৈইনার মো. মোমিম হাওলাদার, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মো. অলি উল্লাহ প্রমুখ। শেষে সম্মানিত অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান ইউএনও আবু আব্দুল্লাহ খান। 

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানরা।

টিএইচ