বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গৌরীপুরে শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

গৌরীপুরে শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের ২৪৫ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জুলাই) গৌরীপুর জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের টেনিস কোর্টে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। 

সিধলা কবুলের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাজ্জাতুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি প্রমুখ।

টিএইচ