গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা ও পরিচালনায় ঠাকুরগাঁওয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও জাতীসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে সোমবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক সরদার মোস্তফা শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, প্রকল্প সমন্বয়কারী মারুফ আহমেদ, ইএসডিও সিনিয়র সহকারী প্রকল্প সমন্বয়কারী শামীম হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিসহ জেলার গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধিরা।
টিএইচ