ফরিদপুর জেলার ৯টি উপজেলার মধ্যে গ্রাম আদালতে মামলা গ্রহণ ও মিমাংসায় প্রথম হয়েছেন বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদ।
গত ৩ ফেব্রুয়ারি ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভায় ৯টি উপজেলার মধ্যে সাতৈর ইউনিয়ককে প্রথম ঘোষণা করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা।
সাতৈর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে ২০২৪ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর ৬ মাসে ৫০টি মামলা গ্রহণ এবং ৬৭টি মামলা মীমাংসা করেন গ্রাম আদালতের বিচারক সাতৈর ইউপি চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু। ক্ষতিপূরণ বাবদ টাকা আদায় করেন ৫ লাখ ৩৫ হাজার টাকা।
চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জানান, জুলাই থেকে ডিসেম্বর ৬ মাসে ফরিদপুর জেলার ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশে মামলা গ্রহণ ও মীমাংসা আমার গ্রাম আদালতে হয়েছে।
যার কারণে জেলার মধ্যে আমি প্রথম হয়েছি। গ্রাম আদালতের মামলা মিমাংসায় প্রচুর সময় দেই। যার কারণে প্রথম হতে পেরেছি।
টিএইচ