রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

গ্রাম আদালত মামলা মিমাংসায় জেলার মধ্যে প্রথম সাতৈর ইউনিয়ন পরিষদ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

গ্রাম আদালত মামলা মিমাংসায় জেলার মধ্যে প্রথম সাতৈর ইউনিয়ন পরিষদ

ফরিদপুর জেলার ৯টি উপজেলার মধ্যে গ্রাম আদালতে মামলা গ্রহণ ও মিমাংসায় প্রথম হয়েছেন বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদ।

গত ৩ ফেব্রুয়ারি ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভায় ৯টি উপজেলার মধ্যে সাতৈর ইউনিয়ককে প্রথম ঘোষণা করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা।

সাতৈর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে ২০২৪ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর ৬ মাসে ৫০টি মামলা গ্রহণ এবং ৬৭টি মামলা মীমাংসা করেন গ্রাম আদালতের বিচারক সাতৈর ইউপি চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু। ক্ষতিপূরণ বাবদ টাকা আদায় করেন ৫ লাখ ৩৫ হাজার টাকা।

চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জানান, জুলাই থেকে ডিসেম্বর ৬ মাসে ফরিদপুর জেলার ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশে মামলা গ্রহণ ও মীমাংসা আমার গ্রাম আদালতে হয়েছে।

যার কারণে জেলার মধ্যে আমি প্রথম হয়েছি। গ্রাম আদালতের মামলা মিমাংসায় প্রচুর সময় দেই। যার কারণে প্রথম হতে পেরেছি।

টিএইচ