সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ঘন ঘন বৃষ্টিতে আটঘরিয়ার শিমক্ষেত বিনষ্ট চাষিদের কপালে হাত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

ঘন ঘন বৃষ্টিতে আটঘরিয়ার শিমক্ষেত বিনষ্ট চাষিদের কপালে হাত

পাবনার আটঘরিয়ায় শিম চাষিদের এবার কপালে হাত। ঘন ঘন বৃষ্টিতে অর্ধেক শিমক্ষেত নষ্ট হয়ে গেছে। একদিকে শিমের ফুল ও গুটি ঝরে পড়েছে, অপরদিকে অনেক ক্ষেতে পানি জমে শিম গাছ মরতে শুরু করেছে।

শিম আবাদে আটঘরিয়া উপজেলার মাজপাড়া, চাঁদভা ও দেবোত্তর ইউনিয়ন বিখ্যাত। প্রতিবছর এসব এলাকায় শত শত বিঘা জমিতে শিম আবাদ করা হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। কিন্তু বিগত প্রায় একমাস যাবৎ মাঝে মধ্যে (প্রায় প্রতিদিন) হালকা ও ভারী বৃষ্টিপাতে উঠতি শিম গাছের ফুল ও ফল সবই নষ্ট হতে শুরু করে, কোন কোন শিমক্ষেতে পানি জমে শিম গাছ মারা যেতে শুরু করেছে। 

বর্তমান প্রতি কেজি শিম ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হলেও এখন আর শিম পাওয়া যাচ্ছে না। ফলে শিম চাষিদের কপালে হাত। বর্তমানে সিমের আরত বলে খ্যাত মুলাডুলি, সরাবাড়িয়া, চাঁদভা, ধলেশ্বর এখন বেচাকেনা নেই বললেই চলে।

মাজপাড়া শিম চাষি উজ্জ্বল জানায়, তার দুই বিঘা জমির শিম বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। চাঁদভার শিম চাষি আক্তার জানান, তার শিমক্ষেত পানিতে ডুবে পচন ধরেছে। 

টিএইচ