টাঙ্গাইলের ঘাটাইলের লোকেরপাড়া, আনেহলা, জামুয়িরা ও দিঘলকান্দি ইউনিয়ন পরিষদে আয়োজনে মঙ্গলবার (৭ জানুয়ারি) তারুণ্যের উৎসব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল ইউএনও মোছা. শারমিন ইসলাম কর্মশালাগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এসময় তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উদীয়মান শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও ৪নং লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক তাপসী শীলের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন লোকেরপাড়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা সাকের হোসেন খান, ইউপি সদস্য ফজলুর রহমান তালুকদার, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন বকুল, উপসহকারী কৃষি কর্মকর্তা তৌকীর আহমেদ, ইউপি সদস্য এমদাদুল হক মিলন প্রমুখ।
উপজেলা পরিসংখ্যান অফিসার ও জামুরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে জামুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জামুরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুলতানা বেগম, ইউপি সদস্য বন্দে আলী মিয়া, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দিলীপ চন্দ্র প্রমুখ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আনেহলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা মোছা. তাহমিনা, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য খুরশিদা সানি প্রমুখ।
উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন পরিষদেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। তারুণ্যের উৎসব আয়োজিত কর্মসূচিগুলোর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা প্রশাসন ঘাটাইল।
টিএইচ