বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঘাটাইলে ভিজিএফের চাল বিতরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি  

ঘাটাইলে ভিজিএফের চাল বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘাটাইল উপজেলার ৭নং দিগড় ইউনিয়নের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় প্রাপ্ত ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৯ এপ্রিল) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ১ হাজার ৮৫৪জন  অসহায় ও  হতদরিদ্র পরিবারের মধ্যে ওই চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন ফণি।   

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ও ট্যাগ অফিসার মো. গাজিউর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব মো. আনিসুল ইসলাম তালুকদার মিশনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ