বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঘাটাইলে ভিজিএফের চাল বিতরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি 

ঘাটাইলে ভিজিএফের চাল বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১১নং ধলাপাড়া ইউনিয়নে ১৩৯১টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 

গত সোমবার ধলাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ করেন ধলাপাড়া ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি। এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৩৯১টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

 বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মো. ইউসুফ আলী, ধলাপাড়া ইউপি সচিব মো. রফিকুল ইসলাম খান, মহিলা মেম্বার মোসা. জোৎস্না বেগম, শিমু আক্তার, সাদিয়া জাহান, ইউপি মেম্বার মোছা. সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

এসময় ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি বলেন, ঈদের আনন্দকে সকলের মধ্যে ভাগাভাগি করে নেয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। তিনি আরো বলেন, চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তুষ্ট হয়েছেন।

টিএইচ