সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ঘিওরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময়

মানিকগঞ্জ প্রতিনিধি

ঘিওরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময়

মানিকগঞ্জে ঘিওর উপজেলার সব পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা প্রশাসক  মতবিনিময় করেন। 

মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মানোয়ার হেসেন মোল্লা এবং সভাপতিত্ব করেন ইউএনও আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজাহান আক্তার সাথী, থানার ওসি মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাসিবুল হাসান , মৎস্য সম্প্রসারন কর্মকর্তা নাজমুন নাহার, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পাল, শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীনসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, ঘিওর মুক্ত রোভার স্কাউট সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলার সব দপ্তরের কর্মকর্তাদের অধিকতর সেবার মানসিকতা নিয়ে দেশের উন্নয়নে দায়িত্ব পালনে পরামর্শ প্রদান করেন। উপজেলার আইন শৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে ওসি, ঘিওর থানাকে সক্রিয় ভূমিকা পালন করতে ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষে উপস্থিত সাংবাদিক ও সুধীজনের সহযোগিতাও প্রত্যাশা করেন। 

মতবিনিময় শেষে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার অফিস, ঘিওর সদর ইউনিয়ন পরিষদ, ঘিওর দূর্গানারায়ন পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। মতবিনিময় সভার পূর্বে তিনি কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরন করেন। 

টিএইচ