বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঘিওরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন 

মানিকগঞ্জ প্রতিনিধি

ঘিওরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন 

‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানে মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ কমপ্লেক্সে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ও প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পাল। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ কমপ্লেক্সে উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ ১ আসনের এমপি সালাউদ্দিন মাহমুদ জাহিদ এবং বিশেষ অতিথী ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. হাবিবুর রহমান ও ঘিওর থানার ওসি শুকুমার বিশ্বাস। এছাড়াও উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, রাজনৈতিক নেতারাসহ এলাকার বিভিন্ন খামারীরা।

এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন খামারীরা হাঁস, মুরগী, কবুতর, গরু, ছাগল, ভেরা, মহিষ, কবুতর ও বিভিন্ন ধরনের পশুপাখি এবং কৃষি উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন যন্ত্র প্রদর্শন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে দেশের পুষ্টি চাহিদা ও আমিষের অভাব দূরীকরণের জন্য খামারিদের পশুপালন বিষয়ে অধিক যত্নশীল হওয়ার পরামর্শ দেন। প্রয়োজনে তিনি দেশি এবং বিদেশি বিভিন্ন উন্নত প্রজাতির পশু-পাখি সরবরাহ করার সহযোগিতা করবেন বলে খামারিদের আশ্বাস প্রদান করেন। 

এসময় তিনি খামারীদের ছয়টি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী খামারিদের মধ্যে পুরস্কার প্রদান করেন। সবশেষে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

টিএইচ