শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় রাঙ্গামাটি জেলা পুলিশের প্রস্তুতি সভা

রাঙ্গামাটি প্রতিনিধি

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় রাঙ্গামাটি জেলা পুলিশের প্রস্তুতি সভা

রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে শনিবার (১৩ মে) ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

সভায় পুলিশ সুপার ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জেলা পুলিশের পক্ষ ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে জেলার প্রত্যেকটা পুলিশ ইউনিটে রেসকিউ টিম (উদ্ধারকারী দল) গঠন করা হয়েছে। তারা দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে কাজ করবে। 

এসময় তিনি ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে খোলা আশ্রয় কেন্দ্র সমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশী তৎপরতা জোরদার করাসহ সার্বিক বিষয়ে জেলা পুলিশের ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ