শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

ঘোড়াঘাটে গাঁজাসহ চারজন গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাটে গাঁজাসহ চারজন গ্রেপ্তার

গাঁজার ব্যবসা করতে নিজ বাড়ির পাশে বাঁশের চাটাই দিয়ে ঘিরে লাগিয়েছিলেন গাঁজার গাছ। সেই গাছ থেকেই গাঁজার পাতা বিক্রি করতেন স্থানীয় মাদকসেবীদের কাছে। এমনই গাঁজা চাষী বীরবলসহ আরো তিন গাঁজাসেবীকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। 

গত শনিবার রাতে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় প্রায় ১১ ফিট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করা হয়। কচি পাতা ও ডালপালাসহ গাছটির ওজন ১৩ কেজি। এছাড়াও তাদের কাছে ৭০ গ্রাম শুকনো গাঁজা এবং গাঁজা কাটার লোহার বাটাল এবং কাঠের টুকরো জব্দ করেছে পুলিশ। জব্দকৃত কাঁচা গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় রাতেই এসআই মেহেদী হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তার আসামিরা হলেন, উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শ্রী ভেলুরামের ছেলে বীরবল,  শ্রী মনিন্দের ছেলে সত্যজিৎ, সাতপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাহ আলম এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামের মৃত পুলিন চন্দ্র দাসের ছেলে উপেন দাস। এদের মধ্যে গ্রেপ্তার বীরবল গাঁজা চাষী এবং অপর তিনজন গাঁজাসেবী।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, দীর্ঘ কয়েকমাস আগে নিজ বাড়িতেই গাঁজার ছোট চারা রোপণ করেছিলেন আসামি বীরবল। গাছটি বড় হতে থাকলে সে বাঁশের চাটাই দিয়ে ঘেঁড়া দেয়। যাতে গাছটি কেউ দেখতে না পারে। ওই গাছ থেকেই পরিপক্ক পাতা সংগ্রহ করে তা রোদে শুকিয়ে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আসামিরা। গ্রেপ্তার চারজনকে রোববার (১৮ ফেব্রুয়ারি) দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ