বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

ঘোড়াঘাটে ছাত্রদের ওপর হামলার মামলায় আ.লীগের তিন নেতা গ্রেপ্তার 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাটে ছাত্রদের ওপর হামলার মামলায় আ.লীগের তিন নেতা গ্রেপ্তার 

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে থাকা ছাত্রদের ওপর হামলার ঘটনায় করা মামলায় দিনাজপুরের ঘোড়াঘাটে আ.লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যা থেকে রাতভর পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ঘোড়াঘাট পৌর আ.লীগের সভাপতি ইউনুস আলী মণ্ডল, উপজেলা যুবলীগের সদস্য আবু সাঈদ এবং পৌরসভার ৫নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত কাওছার হূদয়।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট পৌর এলাকার বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় গত ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখ একটি মামলা করেন পৌর ছাত্রদলের সদস্য শহিদ শেখ। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, আসামিদের বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি।

টিএইচ