বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ঘোড়াঘাটে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাটে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর

দিনাজপুরের ঘোড়াঘাটে নানাবাড়িতে চিকিৎসার জন্য এসে পুকুরে ডুবে শিফা খাতুন (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের রামপুর-টুবঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে দীর্ঘদিন থেকে শারীরিক ও মানসিক নানা রোগে আক্রান্ত ছিলেন বলে জানায় তার পরিবার।

নিহত কিশোরী শিফা খাতুন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। গত প্রায় ১ মাস আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে স্থানীয় কবিরাজের কাছে শারীরিক রোগের চিকিৎসা করার জন্য এসেছিল।

নিহতের পরিবারের বরাদ দিয়ে থানা-পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৭টায় শিফা তার নানাবাড়ির পেছনে থাকা পুকুরের পানিতে পড়ে যায়। প্রতিবেশী এক ব্যক্তি তাকে পানিতে হাবুডুবু খেতে দেখে চিল্লাচিল্লি করলে পরিবারের সদস্যরা তাকে পানি থেকে উদ্ধার করে। পরে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিফা মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, নিহত শিফার বাবা তার মেয়ের মৃত্যুর খবর থানায় দেয়। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায়, তাদের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিএইচ