বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঘোড়াঘাটে ফেন্সিডিল পাঁচার মামলায় সাজাপ্রাপ্ত যুবক গ্রেপ্তার 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাটে ফেন্সিডিল পাঁচার মামলায় সাজাপ্রাপ্ত যুবক গ্রেপ্তার 

দিনাজপুরের ঘোড়াঘাটে রেজুয়ান মিয়া (৩৫) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকের একটি মামলায় তাকে ৫ বছরের সাজা এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। গত সোমবার রাতে এসআই তপন দাসের নেতৃত্বে থানা পুলিশের একটি দল বলগাড়ী-ছিহরিবিহরী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রেজুয়ান মিয়া উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী-ছিহরিবিহরী গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২০২০ সালে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ৪০ বোতল ফেন্সিডিলসহ রেজুয়ানকে আটক করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করে (মামলা নং-৫৮/২০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জের আদালত আসামি রেজুয়ানকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করে। এছাড়াও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, সিরাজগঞ্জের আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছে। আসামি বাড়ি আমাদের থানা এলাকায়। সেই পরোয়ানা অনুযায়ী আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গতকাল আসামিকে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ