বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

চকরিয়ায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার দুজন আটক 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার দুজন আটক 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পর্যটকের মোটরসাইকেল গতিরোধ করে ক্যামেরা, মোবাইল, নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। গত শনিবার দিবাগত রাতে মহাসড়কের বানিয়ার ছড়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

গত সোমবার রাতে চকরিয়া বাসটার্মিনাল এলাকা থেকে ছিনতাইকারী চক্রের দুই সদস্য চকরিয়া পৌরসভার খামার পাড়া এলাকার বাবু মিয়ার ছেলে মো. সুজন ও ডুলাহাজারা কাটা খালী এলাকার আক্তার আলমের ছেলে আতিক হাসানকে আটকপূর্বক মোটরসাইকেল উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ। 

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী কক্সবাজারের তারাবনিয়ার ছড়া এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল ইমরান জনি বাদী হয়ে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের নামে থানায় এজাহার দায়ের করে। 

আবদুল্লাহ আল ইমরান জনি জানান, তিনি ও তার বন্ধু আমিন রিমন রাঙ্গামাটি, চট্টগ্রাম ও বান্দরবান ট্যুর শেষে কক্সবাজার ফেরার পথে লোহাগড়া উপজেলা চুনতি এলাকার ফোর সিজন রেস্টুরেন্টে যাত্রা বিরতি করে। পরে রাতে মহাসড়কের চকরিয়া বানিয়ার ছড়া এলাকায় পৌঁছালে, দুটো মোটরসাইকেলে করে চারজন লোক তাদের পেছন থেকে আঘাত করে গতিরোধ করে মাটিতে ফেলে দেয়। 

পরে ভয়ভীতি দেখিয়ে তাদের সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল ও সুজুকি মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

চকরিয়া থানার আওতাধীন হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসিন চৌধুরী পিপিএম জানান,  আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

টিএইচ