সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চকরিয়ায় বন্যহাতিকে হত্যার ঘটনায় মামলা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় বন্যহাতিকে হত্যার ঘটনায় মামলা

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের কেশখোলা নামক সংরক্ষিত বনে এক বাচ্চা হাতিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার রাতে খুটাখালী বনবিট কর্মকর্তা মুবিনুল হক বাদী হয়ে থানায় মামলা করেন। এই মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে। 

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, গুলি করে হাতি হত্যার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। 

এর আগে গত শুক্রবার রাতে খুটাখালী বনবিটের কেশখোলা নামক এলাকায় ৯ বছর বয়সী একটি বাচ্চা বন্যহাতি আহত হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বনবিভাগকে খবর দেয়।

পরদিন সকালে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে পাহারায় রেখে প্রাণী চিকিৎসক দিয়ে চিকিৎসা প্রদান করেন। পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চা হাতিটি মারা যায়।

টিএইচ