বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংক ভবনে অগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংক ভবনে অগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকের শাখায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা।

তিনি বলেন, শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বড়পোল মোড়ে একটি ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। সেখানে ইস্টার্ন ব্যাংকের একটি শাখা রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।’

তবে এখনো পর্যন্ত কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

টিএইচ