সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চন্দ্রঘোনা ইয়াবাসহ একজন গ্রেপ্তার 

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

চন্দ্রঘোনা ইয়াবাসহ একজন গ্রেপ্তার 

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৭৮২ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটক জয়নাল আবেদীন (৪৫) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার  ছোট হাজাছড়া বীরবাহু হেডম্যান পাড়ার বাসিন্দা। 

গত শুক্রবার সন্ধ্যায় চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের রাইখালী টেকের মোড় এলাকায় চন্দ্রঘোনা থানার এসআই মো. মোয়াজ্জেম হোসেন ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে ৭৮২ ইয়াবাসহ তাকে আটক করে। 

এসময় তার সঙ্গে থাকা একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়। 

চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু বলেন, চন্দ্রঘোনা থানাধীন রাইখালী বাজার এলাকায় পুলিশ অবস্থান করাকালে গোপনসূত্রে সংবাদ পায় যে, কক্সবাজার হতে ২জন ব্যক্তি অবৈধ ইয়াবা বহন করে  চন্দ্রঘোনা ফেরীঘাট দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে।

সংবাদটি পাওয়ার সাথে সাথে ওই এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে এবং ইয়াবাসহ একজনকে আটক করে। তার সাথে থাকা অন্যজন পালিয়ে যায়। 
আটক ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায়  মামলা করেন। পুলিশ জানান, আটক ব্যক্তিকে শনিবার (১২ আগস্ট) রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

টিএইচ