সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চরফ্যাশনে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

ভোলার চরফ্যাশন উপজেলার নীলিমা জ্যাকব কলেজে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক মাসব্যাপী গ্রন্থপাঠ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ৪০০ শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর যাপিত জীবন ও বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও নীলিমা জ্যাকব কলেজের সার্বিক ব্যবস্থাপনায় কলেজ মিলনায়তনে এই বই বিতরণ করা হয়।

কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার, চরফ্যাশন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন কুমার ঘোষ, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ও চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির কাছে এক অভিধানস্বরূপ। একজন শিক্ষার্থী বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারলে সে কখনই বিপথগামী ও আদর্শচ্যুত হবে না। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীই আত্মনির্ভরশীল জাতি তৈরি করবে। শিক্ষক ও ছাত্রছাত্রীদের বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এ বইটি পড়ার অনুরোধ জানিয়েছেন বক্তারা।

টিএইচ