বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চরফ্যাশনে রাইস মিল বিস্ফোরণে একজন নিহত 

ভোলা প্রতিনিধি

চরফ্যাশনে রাইস মিল বিস্ফোরণে একজন নিহত 

ভোলার চরফ্যাশনে রাইস মিল বিস্ফোরণে এক কারিগর মারা গেছেন। এতে আহত হয়েছেন মালিকসহ আর দুজন। এদিকে এ ঘটনায় পর ওই এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চর আফজালের মুন্নী রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন চরফ্যাশন থানার এসআই মো. ইয়াসিন। এসআই জানান, মিলটি দুদিন আগে চালু করা হয়েছিল। 

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে মিলের কারিগর আল আমিন মিলের বয়লারে আগুন জ্বালানোর সময় বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মিলের কারিগর আল আমিন নিহত হন। 

তিনি একই গ্রামের জলিল মাঝির ছেলে। এ সময় তার ভাই ফিরোজ ও মিলের মালিক মনির আহত হন। ফিরোজের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টিএইচ