সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চরফ্যাসনে গভীর রাতে বাসে আগুন 

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাসনে গভীর রাতে বাসে আগুন 

চরফ্যাসনে গভীর রাতে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে নতুন বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে চরফ্যাসন থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কে বা কারা  বাসে আগুন দিয়েছে তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।  এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, চরফ্যাসন থেকে চট্টগ্রামগামী যমুনা এক্সপ্রেস নামের একটি বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে রেখে শ্রমিকরা ঘুমাতে চলে যায়। রাতে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন দেয়। 

চরফ্যাসন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তবে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দিতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ।

টিএইচ