সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চরফ্যাসনে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু

চরফ্যাসন (ভোলা) 

চরফ্যাসনে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু

চরফ্যাসনের শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ভাষানচর এলাকায় বাড়ির পুকুরে ডুবে বায়েজীদ ও মারিয়া নামে ভাই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে পার্শ্ববর্তী গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশু স্থানীয় দিনমজুর রাসেল ও ফাতেমা  দম্পতির সন্তান। স্বজন ও এলাকাবাসী জানান, দুপুরে শিশুদের মা ফাতেমা বেগম নিজ ঘরে রান্না করছিলো, হঠাৎ তার দুই সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন, পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে সন্দেহবশত খোঁজাখুজির পর ডুবন্ত অবস্থায় তাদের সন্ধান মেলে। ধারণা করা হচ্ছে পুকুর পারে খেলতে গিয়ে তারা পানিতে পড়ে যায়।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক ও  পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শশীভূষণ থানার ওসি এনামুল হক জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিএইচ