বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চরভদ্রাসনে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

চরভদ্রাসনে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে সাপের কামড়ে শেখ লাবলু (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের হাজারবিঘা নমুর ছাম গ্রামে।

 সে ওই গ্রামের শেখ মনিরুদ্দিন ওরফে ময়নালের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার বাড়ির সামনে ঘাটে নৌকা বাঁধতে গেলে ধারনা করা হয় তার পায়ে বিষধর সাপে কামড় দেয়। কামড়ের ঘটনাটিকে সে গুরুত্ব না দিয়ে সময় কালক্ষেপন করতে থাকে। 

এক পর্যায় তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে তার মৃত্যু হয়। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির এই ঘটনার বিষয়টি জানিয়েছেন।

টিএইচ