চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার সাধারণ শিক্ষার্থী ও বিএনপি জামাতের ১০০ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।
গত মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র আইনজীবী অ্যাড. এ টি এম মোস্তফা কামাল ও অ্যাড. নূরুল আমিন খান আকাশ।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১ জুলাই থেকে আটক সব নেতাকর্মীকে সিনিয়র জেলা ও দায়রা মুহসিনুল হক এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আলম সিদ্দিকের পৃথক আদালত তাদের এই জামিন মঞ্জুর করে।
শুনানিতে অংশ নেয় সিনিয়র আইনজীবী অ্যাড. দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. ইকবাল বিন বাশার, অ্যাড. এ টি এম মোস্তফা কামাল, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. কোহিনূর রশীদ, অ্যাড. মাইনুল, অ্যাড. নূরুল আমিন খান আকাশসহ অন্য আইনজীবীরা।
এ সময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত নেতাকর্মীদের চাঁদপুরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশ দেন। তিনি জানান, কোনো অবস্থাতেই যেন কোন নেতাকর্মী কারও সঙ্গে কোনো খারাপ আচরণ না করে।
টিএইচ