শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় মামলা 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় মামলা 

চাঁদপুরের হাজীগঞ্জে এই প্রথম সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। গত ৬ মে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা দেবপুরের মাঝামাঝি গোগরা নামক স্থানে হাজীগঞ্জ উপজেলার পয়ালজোশ গ্রামের গরুর ব্যবসায়ী আবু তাহের মোল্লা এবং তার ছেলে মামুন মোল্লার ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ যাত্রী।

এ বিষয়ে গত মঙ্গলবার হাজীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। মামলা নং ১০ /২০২৪। 

মামলায় বাদী মো. মোশাররফ হোসেন মোল্লা পিতা: মৃত হারুন রশিদ মোল্লা। পয়ালজোস, হাজীগঞ্জ। বিবাদী করা হয়েছে বালুবাহী ট্রাক চালককে।

হাজীগঞ্জ থানার ওসি মো. আব্দুর রশিদ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাক উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

মামলার বিষয়ে জানান, থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। পুলিশ আসামিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

টিএইচ