শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁদপুরে ১১ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ১১ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড 

হাজীগঞ্জ বাজারে দশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের কারণে ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) হাজীগঞ্জ বাজারে সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও সহকারী নির্বাহী কর্মকর্তা (ভূমি) মেহেদী হাছান মানিক পৃথক দুটি অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে নেতৃত্ব প্রদানকারী  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, ভোক্তা অধিকার আইনে লাইসেন্স নবায়ন না থাকা ও সার্টিফিকেট ছাড়া নার্স নিয়োগসহ নানান অনিয়মের অভিযোগে হাজীগঞ্জ জেনারেল হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল ও এইচ জি হেলথ কেয়ারকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা, মিডওয়ে হসপিটালকে ৩৫ হাজার, একুশে হাসপাতালকে ২০ হাজার, রয়েল হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ৫০ হাজার, হাজীগঞ্জ মুন হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, আরিয়ানা মেডিকেল সেন্টারে ৩০ হাজার টাকা, শাহ মিরান হাসপাতালে ২০ হাজার টাকা, শাহজালাল মেমোরিয়াল হসপিটালে ১০ হাজার টাকা ও হাজীগঞ্জ কমপ্যাথে ১০ হাজার টাকাসহ মোট ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম, উপজেলা স্যনাটারী ইন্সপেক্টর রমিজ উদ্দিন ও উপ-পরিদর্শক নাজিম উদ্দীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

টিএইচ