সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁদপুরে ৪১৩ বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল জেলা পরিষদ 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ৪১৩ বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল জেলা পরিষদ 

চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে মুক্তিযুদ্ধকালীন চাঁদপুর জেলার কমান্ডার, খেতাবপ্রাপ্ত ৪১৩ জন মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গত বুধবার চাঁদপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন চাঁদপুর জেলার কমান্ডার ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট এবং সম্মানি প্রদান করা হয়। শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বীরমুক্তিযোদ্ধা ও অতিথিরা। এরপর আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় জেলা পরিষদের পক্ষ থেকে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান এবং উদ্বোধকের বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী। জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মহসীন পাঠান, ফরিদগঞ্জ উপজেলা কমান্ডার মো. সহিদউল্লাহ, কচুয়া উপজেলা ডেপুটি কমান্ডার জাবেদ মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতী। 

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন-জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির প্রধানীয়া, সদস্য বিল্লাল হোসেন মিয়াজী, খোরশেদ আলম ও আল-আমিন ফরাজী। সবশেষে জেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে চাদর, কম্বল ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

টিএইচ