বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের নিয়ে শিখন বিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের নিয়ে শিখন বিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের নিয়ে শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি মিডিয়ার মাধ্যমে সিভিক স্পেসে সমতল ভূমি এবং জাতিগত সংখ্যালঘুদের ভয়েস প্রচার প্রকল্পের রেডিও প্রোগ্রাম ‘সেতু বন্ধন’ এর আওতায় রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এই সভার আয়োজন করে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও মহানন্দার উপদেষ্টা তাছমিনা খাতুন। 

সূচনা বক্তব্যে প্রকল্পের সার্বিক তুলে ধরেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হেসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু, সমষ্ঠির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহিদুল হক খান, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, আদিবাসী নেতা কর্নেলিউস মুর্মুসহ অন্যরা। 

সভায় জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেলবাড়ি, নাধাইকৃষ্ণপুর, চম্পাতলা, জুগিডাইং, বাবুডাইং ফিল্টিপাড়া, গোমস্থাপুরের চাঁদপুর-বাহাদুরপাড়া, খুমিরাপাড়া ও নাচোলউ পজেলার আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ করে রেডিও মহানন্দা। যা রেডিও মহানন্দা ‘সেতুবন্ধন’ নামক অনুষ্ঠানে সম্প্রচাতির হয়। 

সেই সংলাপে উঠে আসা সমস্যা ও অনুষ্ঠানে অংশ নেয়া সরকারি কর্মকর্তা ও আদিবাসী প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে এই লারনিং শোয়ারিং ইভেন্টের আয়োজন করে রেডিও মহানন্দা। ইউরোপিয়ন ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিনের আর্থিক সহায়তায় এবং গণমাধ্যমবিষয়ক উন্নয়ন সংগঠন সমস্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এ সভার আয়োজন করা হয়।

সভায় অংশ নেয়া আদিবাসীরা তাদের সমস্যাগুলো তুলে বলেন, তাদের প্রধান সমস্যা বিশুদ্ধ পানির অভাব, নিজেদের শ্মশান ও মন্দির না থাকা, কোনো কোনো স্থানে থাকলেও বেহাত হয়ে যাওয়া, চোলাই মদ, কাছাকাছি মাধ্যমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার্থী ঝরে পড়া, অনেকের বসবাসের জায়গা না থাকা, খাসপুকুরগুলো তাদের দখলে না থাকায় ব্যবহার করতে না পারা, রাস্তা না থাকা এবং বাল্যবিয়ের আধিক্য। তারা এইসব সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানান। 

টিএইচ