শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

কারিগরি জ্ঞানভিত্তিক শিক্ষার উপর গুরুত্বারোপ করে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেছেন, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি। প্রতিটি শিল্প বিপ্লবে জনগণের জীবন মানোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১০০ সালের মধ্যে নিরাপদ ব-দ্বীপ পরিকল্পনা করেছেন। তারই একটি এসডিজি এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য রয়েছে। আমাদের স্মার্ট হতে হলে সকলকে যোগ্য হতে হবে, যে যার অবস্থান থেকে দক্ষতা অর্জন করতে হবে। এর মাধ্যমে এদেশকে গড়ে তুলতে হবে। 

বুধবার (১৪ জুন) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে ৪দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বেধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

বারঘরিয়ায় অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বারঘরিয়া গোল চত্বর প্রদক্ষিণ করে। 

আয়োজক শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মঈন উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর আফিয়া রহমান,  কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্যাপন র্যালি কমিটির আহ্বায়ক ও চিফ ইন্সট্রাক্টর  টেক/আরএসি) মো. আব্দুল মালেকসহ চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নাচোল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, স্বল্প মেয়াদি কোর্সের প্রতিষ্ঠান প্রধানসহ জেলার বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা পরিচালকরা উপস্থিত ছিলেন। 

টিএইচ