শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে চার হাজার গাছের চারা বিতরণ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে চার হাজার গাছের চারা বিতরণ 

চাঁপাইনবাবগঞ্জে প্রায় চার হাজার আমের চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রমোটিং এগ্রিকালচারাল কমার্সিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেস) প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে আম এবং অন্য ফল শুষ্ককরণ, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন শীর্ষক ভ্যালুচেইন উপপ্রকল্পের আওতায় আমের চারাসহ উপকরণচারাগুলো বিতরণ করা হয়। 

নিরাপদ পদ্ধতিতে সারাবছর চাষ উপযোগী ও ইন্ডাস্ট্রি গ্রেডেড জাতের আমচাষ সম্প্রসারণের লক্ষে এসব বিতরণ করা হয়।

বুধবার (২৫ অক্টোবর) প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে প্রয়াসের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন। 

অনুষ্ঠানে সুচনা বক্তব্য দেন প্রয়াসের সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জহুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান।

টিএইচ