শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে জটিল রোগে আক্রান্তদের মধ্যে চিকিৎসা সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে জটিল রোগে আক্রান্তদের মধ্যে চিকিৎসা সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় ১৫০ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হূদরোগী পাচ্ছেন ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তা। তাদের মধ্যে বুধবার (৩১ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২৯ জনকে ৫০ হাজার টাকা করে ১৪ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি থেকে এ চেকগুলো বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ। 

এ সসয় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রাকিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার ফিরোজ কবির।

চেক বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, ২০২৩-২০২৪ অর্থবছরে ৪র্থ কিস্তি ও অতিরিক্ত বরাদ্দসহ ৭৫ লাখ টাকার বরাদ্দ পাওয়া গেছে। এ বরাদ্দ থেকে জেলার ৫ উপজেলার ১৫০ জন এই জটিল রোগে আক্রান্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা কের দেয়া হচ্ছে।

এর মধ্যে সদর উপজেলায় ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২৯ জন, শিবগঞ্জ উপজেলায় ৫০ জন, গোমস্তাপুর উপজেলায় ২০ জন, নাচোল উপজেলায় ১৫ জন ও ভোলাহাট উপজেলার ১২ জন এই সহায়তা পাচ্ছেন। আক্রান্তদের মধ্যে ৬৭ জন ক্যান্সার রোগী, ৩ জন কিডনি ও ৩ জন লিভার সিরোসিস, ২৩ জন স্ট্রোকে প্যারালাইজড, ২৪ জন জন্মগত হূদরোগী, ৩০ জন থ্যালাসেমিয়া রোগী রয়েছেন। অনুষ্ঠানে আরও জানানো হয়-২০২৩-২০২৪ অর্থবছরের মোট বরাদ্দ ২ কোটি ১০ লাখ টাকা এবং সহায়তা গ্রহণকারী সংখ্যা হচ্ছে ৪২০ জন।

টিএইচ