চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শুরুর পূর্বে জেলা প্রশাসক বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন- আমরা সবাইকে নিয়ে তারুণ্যের এ উৎসব উদযাপন করব। ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে এ উৎসব শুরু হচ্ছে। আমরা যদি নিজেদের বদলাতে পারি তাহলে দেশ বদলে যাবে, একটি নতুন পৃথিবী গড়ে উঠবে। আমরা এক সাথে সবাই মিলে নতুন পৃথিবী গড়ে তুলব।
র্যালিতে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক কুবরাতুল আইন কানিজ, কেন্দ্রীয় স্বাস্থ্য কো-অর্ডিনেটর, নিশাত আহমেদ, জেলা আহ্বায়ক আব্দুর রাহিম ও যুগ্ম আহ্বায়ক সুজন বিশ্বাসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
টিএইচ