বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে পুরোহিত ও সেবাইতদের তিনদিনের প্রশিক্ষণ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে পুরোহিত ও সেবাইতদের তিনদিনের প্রশিক্ষণ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই তিনদিনে তাদের হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্যপুস্টি ও স্বাস্থ্যসেবা এবং ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। 

ধর্মীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প (২য় পর্যায়)’র আওতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট এ প্রশিক্ষণের আয়োজন করেছে। 

বৃহস্পতিবার (২ মে) চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর হর্টিকালচার সেন্টারে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পটির জুনিয়র কনসালটেন্ট হীরা বালা ও কৃষ্ণ কুমার। ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ প্রকল্পের পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তী।

টিএইচ